Cricket

BGT 2023, Ravi Shastri: কোন কারণে ইন্দোরে ভারতের ভরাডুবি হল? কটাক্ষের সঙ্গে কারণ জানালেন রবি শাস্ত্রী

চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) ইন্দোর (Indore) টেস্ট হেরে নিজেদের কাজ কঠিন করে তুলেছে টিম ইন্ডিয়া (Team India)

চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) ইন্দোর (Indore) টেস্ট হেরে নিজেদের কাজ কঠিন করে তুলেছে টিম ইন্ডিয়া (Team India)। ফলে আইসিসি টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) যাওয়ার রাস্তা কঠিন করে তুলেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। ঠিক এমন অবস্থায় বিরাট কোহলিদের (Virat Kohli) কটাক্ষ করলেন তাঁদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। শাস্ত্রীর দাবি কিছুটা আত্মতুষ্টি, অনেকটা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই ভারতীয় দলকে লজ্জাজনক হার হজম করতে হল।

শাস্ত্রী বলেন, “আমার তো মনে হয় ভারতীয় দল দুটি টেস্ট জেতার পর অস্ট্রেলিয়াকে গুরুত্বই দেয়নি। সেই ভুলের খেসারত দিতে হল। আর তাছাড়া ইন্দোরের স্পিন পিচ ভারতীয় দল বুঝতেই পারেনি। তাই এমন লজ্জার হার হজম করতে হল।”

৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ভেন্যু আবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নতুন ভাবে গড়ে ওঠা এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট আয়োজিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল। ঘূর্ণি পিচে গোলাপি বলের সেই টেস্টের দুই ইনিংসে মোট ৭০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। হয়েছিলেন ম্যাচের সেরা। চলতি সিরিজের ফলাফল ২-১ হলেও, ভারত কিন্তু গত তিনটি টেস্টেই নিজেদের পছন্দের ঘূর্ণি পিচে খেলেছে। বিপক্ষকে বধ করতে চেয়েছে। তবে এবার সেই ছক বুমেরাং হল। তারকা ব্যাটাররা অসহায় মাথানত করার জন্য ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হজম করতে হল হার। তাই এমন প্রেক্ষাপটে বড় প্রশ্ন হল হেড কোচ রাহুল দ্রাবিড় ও রোহিতের থিঙ্কট্যাঙ্ক কি শেষ টেস্টেও ঘূর্ণি পিচে খেলতে চাইবেন? নাকি ছকে আসবে বদল!

আরও পড়ুন: Danielle Wyatt Engagement: খুল্লাম খুল্লা প্যায়ার, বিরাট কোহলিকে ভুলে প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বাগদানের ছবি দিলেন ড্যানি

আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: শুধু আবেগপ্রবণ-যত্নবান নন, বিরাটের অন্য দিক তুলে ধরলেন তাঁর সতীর্থ

যদিও শাস্ত্রী মনে করেন, “আমার ধারণা ভারতীয় দল স্পিন পিচের দিকেই তাকিয়ে থাকবে। তবে এর আগে আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাস ত্যাগ করতে হবে। ইন্দোরে আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই রোহিতরা টেস্ট হারল।”

এই জয়ের ফলে সিরিজের ফলাফল এই মুহূর্তে ২-১ ফলাফলে দাঁড়িয়ে আছে। সিরিজ জিততে হলে কোনওভাবেই আহমেদাবাদ টেস্টে হারা চলবে না ভারতের। আর শুধু সিরিজ জয় কেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্যও আহমেদাবাদ টেস্টে জয় ছাড়া উপায় নেই। কারণ, ওভালে বিশ্ব সেরার শিরোপার লড়াইয়ে নামতে হলে এই সিরিজটি অন্তত দু’ম্যাচের জিততে হবে টিম ইন্ডিয়াকে।

শুধু হার নয়, চলতি সিরিজে লাগাতার যেভাবে ভারতের টপ অর্ডার ব্যর্থ হল সেটাও ভাবাবে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে ভাবাবে স্পিনের বিরুদ্ধে অজিদের স্বাবলম্বী হওয়াটাও। আহমেদাবাদ টেস্টে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বাড়তি চাপও থাকবে। সব মিলিয়ে ইন্দোরের ফল ভালই ভাবাবে রোহিতদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button